বাবা মরেক্কোর, মা গিনির। জন্মসূত্রে মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল। ইউরোপে বেড়ে ওঠলেও ধর্ম পালনে ছাড় দেননি বার্সেলোনার খুদে এই ফুটবলার। বরং মুসলমানদের অন্যতম ফরজ আমল রোজা রেখেই খেলছেন তিনি। গতকাল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে রোজা রেখেই খেলেছেন ১৭ বছর বয়সী ইয়ামাল।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় সেরে নেন ইফতার। এর আগেই খেলা শুরুর ১১ মিনিটের মাথায় দলকে উদযাপনের উপলক্ষ এনে দেন লামিনে ইয়ামাল। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডান দিক থেকে চমৎকার ক্রস বাড়ান এই ফুটবলার, আর দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান সতীর্থ রাফিনহা। তাতেই অ্যাসিস্টের ভাগীদার হন ইয়ামাল।
ইফতারের পর আবারও বার্সা এগিয়ে যায় ইয়ামালের নজরকাড়া গোলে। ২৭ মিনিটে রাফিনহার ক্রস ধরে ডান দিকে দারুণ ড্রিবলিংয়ে একজনের বাধা বক্সে জায়গা বানিয়ে শট নেন। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষক ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
নজরকাড়া গোলেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন স্প্যানিশ ফরওয়ার্ড। ১৭ বছর ২৪১ দিন বয়সে খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামালই। টুর্নামেন্টটির পুরো ইতিহাসে এত অল্প বয়সে এই রেকর্ড আর করতে পারেনি কেউ। এর আগে এই রেকর্ডটি মালিক ছিলেন ব্রিল এমবোলো। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসলের হয়ে এ রেকর্ড গড়েছিলেন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড।
উল্লেখ্য, রাফিনহার জোড়া ও ইয়ামালের একটি গোলে বেনফিকাকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে পর্তুগালের ক্লাবটিকে ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালানরা।