কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বাংলাদেশি র্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান প্রকাশ করে। গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গানের জন্যই ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তরুণ এই র্যাপারকে গ্রেপ্তারকে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের জন্য নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।
প্রতিবাদ জানিয়ে অভিনেতা খাইরুল বাসার ফেসবুকে লিখেছেন, ‘বুকে কালকে মেডেল ঝুলবো। এই বুকে আইজকা গুলি ক্যা?’ একজন গায়ক! আওয়াজ তোলায় গ্রেফতার এবং রিমান্ড! একজন হান্নান ৭১ থেকে ২৪ হয়ে নতুন ৭১ এর ইঙ্গিত দিচ্ছে। তাই তাই হচ্ছে না? হানা দিয়ে হান্নানদের আওয়াজ কোনদিন থামে নাই। এসব বন্ধ করেন, সমাধানের দিকে আগান, ন্যায্যতার সাথে মিলমিশ করেন। বোকার মতো এই আওয়াজের গলা চেপে ধরবেন না। এ আওয়াজ পলিউশন না ইলিউশন! এই আওয়াজ সংক্রামক।’
দেশের জাতীয় একটি গণমাধ্যমের কার্ড শেয়ার করেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনটি প্রশ্নসূচক চিহ্ন দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কথা বলা যাবে না?’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক লিখেছেন, ‘গান গাইবার, গান লিখবার জন্য রিমান্ড! বাহ্। এমন দেশটিই তো চেয়েছিলাম। মতিউর, ছাগলকাণ্ড, ড্রাইভার, প্রশ্নফাঁস, আবু সাঈদকে গুলি করা পুলিশ কাউকেই বিনয়ের সাথেও এক্টু জিগাইলেন না! সঙ্গীত সংগঠনগুলো নির্বিকার! শিল্পী সমাজও চুপ! কী অসাধারণ আমরা! কী অসাধারণ!
অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, ‘গান গাইবার গান লিখবার জন্য রিমান্ড, বাহ…আর কী কী কারণে রিমান্ডে নিবেন, তার একটা লিস্ট দিয়ে দেন।’
প্রসঙ্গত, ‘আওয়াজ উডা’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।