বাংলা চলচ্চিত্রের ছিল সোনালী এক অধ্যায়। বহু গুণী শিল্পী অভিনয় করেছেন এই বাংলায়। দর্শকদের কখনও উত্তেজনায় মাতিয়েছেন আবার কখনও করেছেন আবেগে আপ্লুত। সময়ের পরিক্রমায় সেই অতীত ইতিহাস ফিকে হতে বসেছিল। ধীরে ধীরে বাংলা সিনেমা ইন্ড্রাস্ট্রি হারাচ্ছিল তার দর্শক সমাগম। বাংলা সিনেমার ভাগ্যাকাশে জমেছিল কালো মেঘের ঘনঘটা। মোটেও সহজ ছিল না সেই জার্নি।
অবশেষে বাংলার ভাগ্যকাশে দেখা মিলেছে মস্ত বড় চাঁদের। ধীরে ধীরে এই চাঁদটি কলুষতামুক্ত করেছে বাংলা সিনেমার। তিনি আর কেউ নন বরং তিনি আমাদের মেগাস্টার, বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান।
এবার পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে বাংলার মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। জানা যায়, বাংলা ভাষায় নয় বরং উর্দু ভাষায় প্রদর্শিত হবে ব্লকবাস্টার এই সিনেমাটি। আর সেই লক্ষ্যেই ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির উর্দু সংস্করণের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা আই’।
নির্মাতা রায়হান রাফির পরিচালিত এই সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও কয়েক দেশে মুক্তি পেয়েছিল। জানা যায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অক্টোবর পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’
অন্যদিকে পাকিস্তানভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরস থেকে ছাড়পত্র পেয়েছে।’পাকিস্তানে সিনেমাটি প্রদর্শনীর আয়োজন করেছে এভারেডি পিকচার্স।
ইতোমধ্যে ব্যবসা সফল হয়েছি সিনেমাটি। মুক্তির পর বিশ্বজুড়ে ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে তুফান যা ঢালিউডের সর্বোচ্চ রেকর্ড।
‘তুফান’ সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ।