দর্শকের আগ্রহ মিটাতে বিশ্বের নামকরা তারকাদের অর্থ ও সম্পদের পরিমান বিভিন্ন সময়ে পত্রপত্রিকাগুলো প্রকাশ করে থাকে। হলিউড-বলিউডের তারকাদের সম্পদের বিবরণ অহরহ প্রকাশিত হয়। বাংলাদেশের তারকাদের সম্পদের পরিমাণ খুব কমই প্রকাশ করা হয়ে থাকে। তবে এবার শাকিব খানের সম্পদ কত তা প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম টিভি নাইন বাংলা। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব বর্তমানে প্রায় ২০ মিলিয়ন ডলারের মালিক।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিকমাধ্যমের এক সাইটের দাবি, শাকিব খান মোট ২০ মিলিয়ন ডলারের মালিক, যা ভারতীয় মুদ্রায় ১৬৭ কোটি ২৮ লাখ ৭৮ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি ৭ লাখ ৮৪ হাজার টাকা। এছাড়া তার রয়েছে, বেশ কিছু জায়গা স¤পত্তি। সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও ভালো টাকা আয় করেন তিনি।
এছাড়া নানা ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত। পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা। তবে শাকিবের এই অর্থ-সম্পদের বিষয়ে গণমাধ্যমটি কোনো তথ্যসূত্র উল্লেখ করেনি এবং শাকিবেরও কোনো বক্তব্য তুলে ধরেনি।