রিপোর্ট, শাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল : মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে আজ শান্তিনগরে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন আমাদের প্রত্যাশা নামের সামাজিক সংগঠন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আমাদের প্রত্যাশা সংগঠনের মাধ্যমে আড়াই বছর যাবত দুস্থ সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছি।
প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসে দুস্থ ও সাধারন মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছি। এ সময় তারা সামর্থ্য অনুযায়ী নাগরিকদের প্রতি সুবিধা বঞ্চিত মানুষদেরকে ইফতারের আহ্বান জানান।
তারা বলেন, আমাদের এই দেশ একটি ক্রান্তি লগ্নে চলছে আমরা মনে করি দেশের একটি মানুষ ও যেন অভুক্ত না থাকে সেজন্য সকল বিত্তবানদের প্রতি আহ্বান জানান সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।