শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের গণমাধ্যম সিজিটিএন-কে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া, বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বানও জানিয়েছেন।
চীনের গণমাধ্যম সিজিটিএনকে দেয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সাক্ষাৎকার শনিবার তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিই একমাত্র সমাধান, যুদ্ধ কোন সমাধান নয়। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোন প্রয়োজন নেই।
এছাড়া চীনের সাথে থাকা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশসহ এই অঞ্চলের লক্ষ্যে এদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বানও জানান তিনি।
একইসাথে বাংলাদেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যকার ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জিত সাফল্যের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, যুব সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। পাশাপাশি চীন তার জনগণের আকাঙ্খক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূস। সম্পর্ক উন্নয়নে বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বানও জানান।
গত ২৬ থেকে ২৯ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া ২০২৫-এর বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ড. ইউনূস। এরপর তিনি বেইজিং সফর করার সময় এই সাক্ষাৎকারটি দিয়ে এসেছেন।