চ্যাম্পিয়নস ট্রফির দল ভারসাম্যপূর্ণ হয়েছে, সেই কথা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখ থেকে শোনা গিয়েছিল আগেও। দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কোয়াড নিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে, মূল আসরে মাঠে নামার আগে শান্তর কন্ঠে আবারও ঝরল আত্মবিশ্বা
ভারতের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ভারতের কাছেই। তাতে, ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার হয়। যেখান থেকে শেষ হয়েছিল, এবার শুরুটা একই জায়গা থেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিতে পার্থক্য থাকলেও শান্ত সেদিকে নজর দিচ্ছেন না।
ম্যাচের আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকতে বলা কথাগুলোর পুনরাবৃত্তিই করেছেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব।
শান্ত বলেন, ‘আমরা যদি এই ফরম্যাটে (ওয়ানডে) তাকাই, তাহলে আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমাদের দল এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারে। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো দিন যেকোনো দলকে হারানো সম্ভব।