জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। ৯ বল থাকতে তাড়া করেছে ১৩৮ রান। সহজ জয় মনে হলেও টপ ও মিডল অর্ডারে ধুঁকতে হয়েছে ব্যাটারদের।
ওপেনার লিটন দাস সেট হলেও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২৫ বলে ২৩ রান করেন। অন্য ওপেনার তানজিদ তামিম খেলেন ১৯ বলে ১৮ রানের ইনিংস। তাদের ইনিংস ধীর গতির হলেও ৪১ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ।
যে কারণে দুই ওপেনারের প্রশংসা করেছেন অধিনায়ক নাজমুল শান্ত, ‘বোলিং চমৎকার ছিল। কিন্তু আমরা তো বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। ডিআরএস মাথায় রেখে ব্যাটিং করাও কঠিন ছিল। মিডল অর্ডারে খুব ভালো ব্যাটিং হয়েছে। এই মুহূর্তে আমি বোলিং নিয়ে তেমন চিন্তিত নই। তবে ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা আছে। লিটন ও তামিম ভালো জুটি দিয়েছে। তাদের জুটি রান তাড়ার পথ তৈরি করে দিয়েছে।’
ম্যাচ শেষ করে আসতে পারায় খুশি বলে জানিয়েছেন হৃদয়, ‘আমি সবসময় ম্যাচ কীভাবে শেষ করে আসা যায় ওই চিন্তা করি। ম্যাচ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করি। ম্যাচটা শেষ করে আসতে পারায় খুশি হয়েছি।’