ইউরোপিয়ান শীর্ষ লিগ গুলোতে একদম জমেনি শিরোপা লড়াই। বুন্দেসলিগার শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে লেভারকুসেন। পাঁচ রাউন্ডের খেলা বাকী থাকতে বায়ার্ন মিউনিখের রাজত্বের অবসান ঘটিয়ে শিরোপা উত্সবে মাতে জাবি আলনসোর দল। লা লিগায় এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে এখন শুধু শিরোপা উত্সবের অপেক্ষা রিয়াল মাদ্রিদের।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এবং ইতালির সিরি ‘এ’তে ইন্টার মিলানের শিরোপা জয়ের স্রেফ সময়ের ব্যাপার!
ব্যাতিক্রম শুধু ইংল্যান্ডে! তীব্র প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে প্রিমিয়ার লিগে। শিরোপা লড়াই হচ্ছে ত্রিমুখী! ৩৩ রাউন্ডে এসেও শিরোপা জয়ে ফেভারিট রাখা যাচ্ছে না কোনো ক্লাবকে j শিরোপা যুদ্ধে সমানভাবে টিকে আছে আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। মাত্র একটি পয়েন্ট ব্যবচ্ছেদ করে রেখেছে এই তিন ক্লাবকে। মজার ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে আগের সপ্তাহে বিদায় ঘণ্টা বাজায় তিন ক্লাবেরই মনোযোগ এখন প্রিমিয়ার লিগে!
এই লড়াইয়ে আপাতত শীর্ষে আছে আর্সেনাল।
উলভসকে ২-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে যায় গানাররা। এফএ কাপের সেমিফাইনাল খেলায় এ রাউন্ডে এখনও লিগ ম্যাচ খেলেনি সিটিজেনরা। তাদের অনুপস্থিতির সুযোগটাই নিয়েছে গানাররা। উলভসের বিপক্ষে জিতে আরোহন করে পয়েন্ট তালিকার চুঁড়ায়! অ্যাস্টন ভিলা এবং বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের ধাক্কা সামলে উঠে ভালোভাবেই মিকেল আর্তেতার দলে দারুণভাবে ফিরে এসেছে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে।
ত্রিমুখী এই লড়াইয়ে এখন দ্বিতীয়স্থানে লিভারপুল। ফুলহামের মাঠে ৩-১ গোলের জয়ে অলরেডরাও টপকে যায় ম্যানসিটিকে। আলেকজান্ডার আরনলল্ড, গ্র্যাভেনবার্চ এবং জোতার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ইউরোপা লিগে দুই লেগ মিলিয়ে আতালান্তার কাছে হারের শোক কাটিয়ে প্রিমিয়ার লিগে স্বস্তির জয় পেল লিভারপুল। তাতেই পেছনে পড়ে যায় চলতি রাউন্ডে মাঠে না নামা ম্যানসিটি।
দ্বিতীয়স্থানে থাকলেও আর্সেনালের সমান পয়েন্ট কিন্ত লিভারপুলেরও। ৩৩ ম্যাচ থেকে দুই দলেরই অর্জন সমান ৭৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে খানিকটা এগিয়ে থাকায় লিভারপুলের চেয়ে উপরে অবস্থান করছে আর্সেনাল।
জমজমাট এই শিরোপা যুদ্ধে আপাতত তিন নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবু শিরোপা জয়ে সুবিধেজনক অবস্থানে আছে পেপ গার্দিওলার দলই! অবাক হচ্ছেন তো! উপরে থাকা দুই দল আর্সেনাল ও লিভারপুলের চেয়ে সিটিজেনরা ম্যাচ খেলেছে একটি কম। কিন্তু ওই দুই দলের চেয়ে তারা পিছিয়ে মাত্র এক পয়েন্ট। পয়েন্টে তাই আর্সেনাল ও লিভারপুল দুই ক্লাবকেই টেক্কা দেওয়ার সুযোগ আছে সিটিজেনদের সামনে। তবে নিজ নিজ ম্যাচ জিতে সিটির উপর চাপটা অব্যাহত রেখেছে আর্সেনাল ও লিভারপুল। নিজেদের বাকী ছয় ম্যাচের সবগুলো জিতলেই আবারও শিরোপা উত্সবে মাতোয়ারা হবে পেপ গার্দিওলার দল। কারণ, আর্সেনাল ও লিভারপুল নিজেদের সবম্যাচ জিতেও তখন পেছনে ফেলতে পারবে না ম্যানচেস্টারের নীল জার্সি ধারীদের।
বাঁকে বাঁকে রোমাঞ্চে ভরপর প্রিমিয়ার লিগের কী এই সহজ সরল চিত্রনাট্য মেনে সমাপ্তি ঘটবে! ম্যানসিটির একটি হোঁচট এগিয়ে দেবে অন্য দুই দলকে। বিপরীত কথাটাও প্রযোজ্য। অন্য দুই দলের হোঁচটে ঠিক তেমনি শিরোপা জয়ের পথ আরও প্রশ্বস্ত হয়ে যাবে ম্যানসিটির। শেষ পর্যন্ত কার ঘরে ঊঠবে ্ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-ম্যানসিটি, লিভারপুল না আর্সেনালের? উত্তরের আপাতত সময়ের অপেক্ষাই করতে হবে ফুটবল প্রেমীদের! ইএসপিএন