হঠাৎ করেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটের তারিখ ১৯ এপ্রিলের পরিবর্তে ২৭ এপ্রিল করা হয়েছে। এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। খলনায়ক মিশা সওদাগর সভাপতি ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল দুজনে মিলে একটি প্যানেল দিচ্ছেন।
সূত্রের খবর, এই প্যানেলের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী পদে প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্যানেলটিতে সিনিয়র শিল্পীদের আধিক্য বেশি থাকছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার প্রার্থী হলেও এখনো সভাপতি চূড়ান্ত করতে পারেননি তিনি। যদিও তার সভাপতি হিসেবে শাকিব খান ও অনন্ত জলিলের নাম শোনা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই নির্বাচন করবেন না বলে জানা গেছে। তবে নিপুণ বসে নেই বাক্স ভারী করতে তিনি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ ছাড়া শক্তিশালী প্যানেল দিতে তিনিও তারকা শিল্পীদের টানার চেষ্টা করছেন।
এদিকে ডিপজল-নিপুণকেন্দ্রিক সমর্থক-শিল্পীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব বেড়েই চলেছে। গতবারের মতো সামনা-সামনি কিছু না বললেও পর্দার আড়ালে এক পক্ষ আরেক পক্ষকে চাপে রেখেছে।
ডিপজল-নিপুণকে নিয়ে আলোচনা বেশি হলেও বসে নেই সমিতির তিনবারের সহসভাপতি চিত্রনায়ক ড্যানি সিডাক। নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। স্বাধীনতা দিবসের পরপরই পুরো প্যানেলের ঘোষণা দেবেন বলেও জানান। ‘
এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিপুণের জন্য সভাপতি প্রার্থী খোঁজার।
এদিকে একাধিক শিল্পী সমিতির নির্বাচনে বাইরের প্রভাব পছন্দ করেন না বলে জানিয়েছেন। এ ছাড়া কাদা ছোড়াছুড়ির ঘটনা নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন তারা। এবার নির্বাচন ঘিরে কাদা ছোড়াছুড়ি হলে ভোট দিতে আসবেন না বলেও জানিয়েছেন অনেকেই।