দীর্ঘ ১২ বছর পর টালিউড অভিনেত্রী শুভশ্রী-দেবকে দেখতে পাওয়া যায় এক ফেসবুক ভিডিও বার্তায়। যেখানে সুখবর দিলেন টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব। জানালেন, আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি গড়ছেন তারা। শুক্রবার (২০ জুন) দেব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। মাত্র ২৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কালো পোশাকে দর্শকদের সামনে হাজির হন দেব ও শুভশ্রী।
ভিডিওতে তারা বলেন, নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলী ও আমি দেব। ১২ বছর পর আবার আমরা একসাথে।
সুখবর দিয়ে দেব-শুভশ্রী আরও বলেন, সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পাচ্ছে, ‘ধূমকেতু’। আসছে বড় পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সবার সাথে বড় পর্দায়, আমাদের ছবি ‘ধূমকেতু’। ধন্যবাদ।
একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। কিন্তু একাধিক কারণে সে সময় ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি।
তবে এবার সেসব জটিলতা কাটিয়ে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ও রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর দেব-শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখবেন দর্শকরা।