আবেদন গ্রহণের শেষ দিনে নির্বাচন কমিশনে (ইসি)-কে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) আবেদনপত্র জমা দিবে বলে শোনা যাচ্ছে। এখন চলছে দলটির শেষ মুহূর্তের প্রস্তুতি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৬৮টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ৬৫টি দলের আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাই করেছে। যাতে ১৪টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাকি দলগুলোর আবেদনের যাচাই এখনো চলমান। ইসি’র নির্ধারিত সময় অনুযায়ী, নিবন্ধনের আবেদন জমা দেয়ার শেষদিন ২২ জুন (রোববার)।
১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা–উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। গতকাল বুধবার পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এই কমিটিগুলোর মাধ্যমে পরে জেলা–উপজেলা পর্যায়ে দলটির আহ্বায়ক কমিটি গঠিত হবে। অবশ্য দলের গঠনতন্ত্র এখনো চূড়ান্ত হয়নি।
ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা, অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং অন্যূন ১০০টি উপজেলা বা ক্ষেত্রমতে মেট্রোপলিটন থানায় অফিস (যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে) থাকার শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়।