শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. চৌধুরি রফিকুল আবরার বলেছেন, সকলে সচেতন থাকলে এইচএসসি ও সমমানের পরিক্ষা-২০২৫ এর প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না। কেউ গুজব ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবারই হুমকি থাকে, এবারও আছে। আমরা এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও তৎপর আছি।
আজ রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে উপদেষ্টা এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, এইচএসসি পরীক্ষার চ্যালেঞ্জ অনেক। অতীতে প্রশ্নপত্র ফাঁস ও অন্যান্য সমস্যাদি ছিল। সেখান থেকে শিক্ষা লাভ করে আমরা সমাধান করতে চেষ্টা করেছি। পূর্বের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে বোর্ডসমূহ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চোধুরি আরবার বলেন, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড-সহ এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৯ হাজার ৩০০ প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে । ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।
পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সাংদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রশ্নপত্র দেখার সুযোগ আমার হয়নি। তবে এটা নিশ্চিত যে, কেউ বলবে প্রশ্নপত্র ভালো হয়েছে, আবার কেউ বলবে খারাপ হয়েছে। এটা তাদের বোঝাপড়া এবং প্রস্তুতির ওপর নির্ভর করে। আমরা যেটা নিশ্চিত করতে পারি তাহলো প্রশ্নপত্রের মান ঠিকঠাক রাখা।
উপদেষ্টা আরো বলেন, পরীক্ষার প্রথম দিন কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে, সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। একই সাথে ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের জন্য স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।