ছুদিন আগে সুনামগঞ্জে সঙ্গীত শিল্পী পাগল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হন। এবার সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বর্তমান সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘অড সিগনেচার’র গায়ক ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল। জানা যায়, শনিবার (১১ মে) সড়ক দুর্ঘটনায় তার গাড়িচালকও নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর ব্যান্ডের ফেসবুক পেজ থেকে শনিবার নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, অড সিগনেচারের পেজ থেকে গতকাল শনিবার সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন। ড্রাইভার সালাম ও আহসান তানভীর পিয়াল দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে।
এদিকে এমন পোস্টের পর শোকের বন্যা বইছে সংগীতপ্রিয়দের মধ্যে। পিয়ালের ছবি ও গান শেয়ার করে শ্রোতারা তাকে স্মরণ করছেন।
২০১৭ সালে অড সিগনেচারের আত্মপ্রকাশ ঘটে। শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় এই দল। এদের গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।