সাকিব আল হাসানকে ঘিরে আবারও জোরালো প্রশ্ন উঠেছে—বাংলাদেশের জার্সিতে তাকে কি আর দেখা যাবে? প্রায় ছয় মাস পর পিএসএলের মাধ্যমে মাঠে ফেরার পরও জাতীয় দলে ফেরেননি এই তারকা অলরাউন্ডার। মাঝে দেশের মাটিতে টেস্ট খেলে ক্রিকেটের আদি সংস্করণে অবসর নিতে চাইলেও ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশে আসা হয়নি তার। এতে প্রশ্ন উঠেছে তবে কি বাংলাদেশের হয়ে সাকিবের ক্যারিয়ার শেষ?
গতকাল একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসা বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর কাছেও এমন প্রশ্ন করা হয়েছিল। উত্তরে মিঠু বলছিলেন, ‘অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেলল (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার।’
খেলায় ফিরলেও ব্যাটে-বলে তেমন পারফরম্যান্স করতে পারেননি সাকিব। তিন ম্যাচ খেলে একটি মাত্র উইকেটই পেয়েছেন তিনি। দুই ইনিংস ব্যাটিং করে রানের খাতা তো খুলতেই পারেননি। তাই আরেকটু সময় দেখে সাকিবকে বিবেচনা করতে চান মিঠু। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘যে কোনো দলের জন্য সে বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরো কয়েকটা ম্যাচ খেলতে দিন, তারপর উত্তর দিতে পারব।’
উল্লেখ্য, গেল বছর ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে খেলা হয়নি তার। মাঝে দেশের মাটিতে অবসর নিতে চাইলেও তীব্র আন্দোলনের কারণে ফিরতে পারেননি দেশে। পরে বোলিং নিষেধাজ্ঞার কারণে ছিলেন মাঠের বাইরে।