বিশ্বকাপ থেকেই চেখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান। ভারত ও লন্ডনে ডাক্তার দেখিয়ে উপকার না পাওয়ায় এবার তিনি শরণাপন্ন হচ্ছেন সিঙ্গাপুরের চিকিৎসকের। আগামীকাল সিঙ্গাপুরের র্যাফেলস আই সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট তার। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পরই নির্ধারিত হবে সাকিবের চোখের চিকিৎসা কোন পথে যাবে?
বিশ্বকাপে খেলার সময় প্রথম এই সমস্যা ধরা পড়লে চেন্নাইয়ে চক্ষুবিশেষজ্ঞ দেখান সাকিব। দেশে এসেও তিনি আবার চিকিৎসক দেখান। বিপিএল শুরু হওয়ার আগে লন্ডন থেকেও চিকিৎসক দেখিয়ে আসেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর আজ দুপুরে তিনি ছুটে যান সিঙ্গাপুরে। এই কারণে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে সাকিব অন্তত সামনের তিনটি ম্যাচ খেলতে পারবেন না বলে গতকাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
সাকিব এর আগে ভারত ও লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেও জানা গেছে, দুই জায়গার চিকিৎসকদের মতামতে মিল যেমন আছে, আছে কিছু ভিন্নতাও। তবে সমস্যা সম্পর্কে সাকিব যেটা বলেছেন, সব চিকিৎসকের পর্যবেক্ষণও তা–ই বলে। অতিরিক্ত মানসিক চাপে থাকলে তাঁর চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমছে, যেটা ঝাপসা করে দিচ্ছে দৃষ্টি।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় চোখের এ ধরনের সমস্যা সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি বা সিএসসি নামে পরিচিত। কারও চোখে এ ধরনের সমস্যা থাকলে সেটা যে কোনো সময়ই অনুভূত হতে পারে। তবে সাকিবকে এটি বেশি ভোগাচ্ছে ব্যাটিংয়ের সময়।
সাকিবের চোখের এ ধরনের সমস্যার সমাধান হতে পারে লেজার, ইনজেকশন ও ওষুধ সেবনের মাধ্যমে, তবে অনেক অস্ত্রোপচারও লাগতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে সময়সাপেক্ষ হলেও বড় কোনো চিকিৎসা ছাড়াই এটি সেরে যায়।
তবে সাকিবের চোখের চিকিৎসার ক্ষেত্রে কি পথ অবলম্বন করা হবে, বিসিবির মেডিকেল বিভাগ সেই সিদ্ধান্ত নেবে সিঙ্গাপুরের চিকিৎসকের মতামত পাওয়ার পর। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আগামীকাল সাকিবের অ্যাপয়েন্টমেন্ট। সিঙ্গাপুরের চিকিৎসকের পরামর্শের ওপর ভিত্তি করে আমরা তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের পরিকল্পনা, সব চিকিৎসকের মতামত নেওয়ার পর তারা বিষয়টি নিয়ে কথা বলবে দেশের কোনো অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞের সঙ্গে। তবে সিঙ্গাপুরের চিকিৎসক যদি তাৎক্ষণিক কোনো চিকিৎসার পরামর্শ দেন, তাহলে সে চিকিৎসা সেখান থেকেই করে ফিরবেন সাকিব।