মাদকব্যবসায়ীরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে খুন করেছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ঘটনার রাতে সাম্য মাদক ব্যবসায়ীদের অস্ত্র দেখে ফেলার কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ পর্যন্ত হত্যায় সরাসরি জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।