সময়টা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের। ঈদে মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘সিকান্দর’। বক্স অফিসে ছবিটি সেভাবে সাফল্য পায়নি। এর মধ্যে জীবনহানির শঙ্কাও কমছে না। আর এবার তার জীবন নিয়ে আরও বড় আশঙ্কার কথা শোনালেন এক জ্যোতিষী।
চলতি বছরের শুরুতেই এক জ্যোতিষী জানিয়েছিলেন, আগামী তিন বছর ভালো নয় ভাইজানের পক্ষে। সেই তথ্যেই আরও একবার সিলমোহর পড়ল বলা চলে। এবার অন্য এক জ্যোতিষী ‘ভাইজান’ সালমানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন, তিনি যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন না কেন, চলতি বছরের শেষে নাকি তার প্রাণের ঝুঁকি রয়েছে। আর এর নেপথ্যে থাকবেন তার ঘনিষ্ঠরাই! গত শনিবার এ খবর প্রকাশ্যে আসার পরই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই জ্যোতিষী তার ভবিষ্যদ্বাণীতে আরও জানিয়েছেন, ‘এ বছরটা ভাইজানের ছবি মুক্তির জন্য একেবারেই ভালো নয়। গত বছর কিছুটা ভালো সময় ছিল। তবে এ বছর তিনি যেন ছবি মুক্তি থেকে বিরত থাকেন।’ এমনকি তিনি এও জানিয়েছেন ‘আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে অভিনেতাকে খুবই সাবধানে থাকতে হবে।
ওই সময় নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নাকি ‘সিকান্দর’ সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো সালমানের নিরাপত্তা-সংক্রান্ত যাবতীয় তথ্য ফাঁস করে দেবেন! আর তাতেই বাড়তে পারে বলি সুপারস্টারের বিপদ।’
তবে শুধু ২০২৫ নয় ২০২৬ সালেও অভিনেতাকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন জ্যোতিষী। তিনি জানিয়েছেন, ‘অভিনেতার জীবনহানির আশঙ্কা প্রবল। ঘটতে পারে দুর্ঘটনাও।’ বিশেষ করে এপ্রিল মাসের কথা জানিয়েছেন জ্যোতিষী।
প্রথমবার জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েন সালমানভক্তরা। এবার দ্বিতীয় জ্যোতিষীও একই কথা শুনিয়েছেন। ফলত ভাইজানকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার অনুরাগীরা। সালমান সব বিপদ কাটিয়ে উঠতে পারেন কি না, সময়ই তার উত্তর দেবে।