ফুটবলে স্বপ্নের মতো সময়টা হয়তো রিয়াল মাদ্রিদেই কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ডের পর রেকর্ড আর পায়ের জাদুতে ইতিহাস গড়া এই পর্তুগিজ তারকা মাদ্রিদ ছেড়েছেন অনেক আগেই। এরপর জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মতো বড় নামে খেললেও বেশিদিন থাকেননি।
বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার সৌদিতে পাড়ি জমানোর পরে নেইমার, করিম বেনজেমার মতো ফুটবলাররাও এ দেশে পাড়ি জমিয়েছেন। গতে কয়েক মাস আগে নেইমার সৌদির ছাড়ার পর এবার রোনালদোও সৌদি থেকে সরে যাচ্ছেন।
গতকাল সোমবার সৌদি প্রো লিগে আল ফাতেহর সঙ্গে আল-নাসরের ম্যাচ ছিল। দুই দফা এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় আল-নাসর। প্রথমার্ধে হেড থেকে ক্লাবের হয়ে ৯৯তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ম্যাচের শুরুতে এগিয়ে থেকে শেষ পর্যন্ত হার মানতে পারেন পর্তুগিজ তারকা।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’
রোনালদোর সেই পোস্ট ঘিরেই ফুটবলপাড়ায় চলছে তুমুল জল্পনা। বয়স ৪০ হলেও খুব শিগগিরই ফুটবল ছাড়ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। অন্তত আরও কিছু বছর খেলতে চান এই মহাতারকা। তবে কি সৌদি ক্লাবের সঙ্গে এখানেই ইতি টানছেন? উত্তরটা না জানালেও রোনালদোর সরে যাওয়ার গুঞ্জনই শোনা যাচ্ছে বেশি।
২০২২ সালের ডিসেম্বরে মৌসুমে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে সৌদি ক্লাব আল নাসরে নাম লিখিয়েছিলেন রোনালদো। আগামী জুনে শেষ হবে চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে এখন পর্যন্ত কোনো বিশেষ আলাপ শোনা যায়নি।