অনলাইন ডেস্ক: শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। রাতে ৩৯৮ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইট। প্রথম দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৩৬ জন হজযাত্রী ঢাকা ছেড়েছে। এদিন আরও ৫টি ফ্লাইটে ২০৬২জন যাওয়ার কথা রয়েছে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হজ যাত্রীরা।
এদিকে, হজ অফিস জানিয়েছে, এপর্যন্ত ৬৪ হাজার ২৮০ জন হজ যাত্রী ভিসা পেয়েছেন।
এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক্-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।
আগামী ৩১শে মে হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।