ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরান থেকে সরে যাচ্ছেন সাধারণ মানুষ। গত রবিবার (১৫ জুন) সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পেট্রোল স্টেশনগুলোতে সাধারণ মানুষের লম্বা লাইন তৈরী হয়েছে। সবাই ভয়ে তেহরান ছেড়ে চলে যেতে চাইছেন। কিন্তু রাস্তায় ব্যাপক ট্র্যাফিক জ্যাম থাকায় অনেকেই যেতে পারেননি। তবে সবাই শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়ার চেষ্টা করছেন।
এ নিয়ে তেহরান থেকে অন্য একটি প্রদেশে চলে যাওয়া এক ব্যক্তি বিবিসিকে বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারছিনা যে আমি যুদ্ধক্ষেত্রে আছি। আমি জানিনা আমি কখন এর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো। আমি শুধু আমার পরিবারকে নিয়ে বাঁচতে চাই।’
বিবিসি পার্সিয়ানের সাংবাদিক গোনচেহ হাবিবিয়াজাদ জানিয়েছেন, ‘তেহরানের বাসিন্দারা বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করছেন। তারা একে অপরের সঙ্গে সমন্বয় করে রাজধানী ছাড়ার চেষ্টা করছেন এবং যারা তেহরান ছাড়ার চেষ্টা করছেন তাদের ইসরায়েলের সম্ভাব্য হামলা সম্পর্কেও এসব মেসেজ এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে।’
সূত্রঃ বিবিসি