প্রায় নয় দিন ধরে ইরান-ইসরায়েল যুদ্ধ গড়িয়েছে নবম দিনে—হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি। এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইসরায়েল।
আজ শনিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেখানে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ‘ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার’ অবস্থিত।
এর আগে ইরানের কোমে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
আজ ইরানের ইসফাহান, তেহরান ও তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অপরদিকে, ইসরায়েলে ইরানের হামলাও চলছে সমান গতিতে। যদিও ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, ইরানের হামলার পর ‘কোনও বড় ঘটনা ঘটেনি’।
ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি পরিষেবা জানিয়েছে, ‘মধ্য ইসরায়েলে একটি ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ছাড়া কোনও বড় ঘটনার খবর পাওয়া যায়নি।’