সম্প্রতি হিরো আলমের স্ত্রী রিয়ামনির সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কের টানাপড়েন যাচ্ছে। সেকারণেই হিরো আলমের আত্মহত্যার চেষ্টা করে। একথা গত (২৭ জুন) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার কাছে বগুড়ায় ছুটে যান রিয়ামনি। এরপর তিনি সেখান থেকে ঢাকায় এনে হিরো আলমকে উন্নত চিকিৎসা করানোর কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়ামনিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। তারপরই হিরো আলম বগুড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেখানেই আত্মহত্যার চেষ্টা করেছেন। সেই খবর শুনেই হিরো আলমের কাছে ছুটে যান রিয়ামণি।
গতকাল (২৭ জুন) হিরো আলমের শারীরিক অবস্থার কথা জানিয়ে গতকাল (২৮ জুন) রিয়ামনি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ রয়েছেন হিরো আলম, জীবন যুদ্ধে যারা জয়ী হয়, তারাই হচ্ছে আসল যোদ্ধা। জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেক কিছুর শিকার হতে হয়। বলার অনেক কিছু থাকে কিন্তু, বলা যায় না।’
এরপর আজ (২৯ জুন) সকাল ১১টার দিকে রিয়ামনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে হিরো আলমকে ভালো রাখার প্রতিশ্রুতি ব্যক্ত কেরেছেন তিনি। তিনি স্ট্যাটাসে লেখেন, ‘একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুব সহজ। কিন্তু একটি সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। ভালোবাসার অপর নাম হয় যদি ভালো রাখা তবে আমি তোমাকে ভালো রাখতে চাই।’