মোকছেদুল মমিন মোয়াজ্জেম: দিনাজপুরের হাকিমপুরে পুলিশের বিশেষ অফিযানে ওয়ারেন্ট, মাদক ও চুরির মামলায় ১২ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্ট মামলায় ৮ জন, ২০ বোতল ফেয়ারডিলসহ দুই জন এবং চুরির মামলায় দুই জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিন বাসুদেবপুর এলাকার মৃত-মুনসুর আলীর ছেলে সুজন শেখ, কাকড়াপালি এলাকার মোবারক হোসেনের ছেলে বিপ্লব হোসেন, ধাওয়া নসিপুর এলাকার মৃত- আব্দুর জব্বারের ছেলে আলমগীর হোসেন ও ফয়জার রহমানের ছেলে আজিজুর রহমান, ধরন্দা (ফকিরপাড়া) এলাকার মৃত- আক্কাস আলীর ছেলে আকাশ হোসেন মোল্লা, জাংগই গ্রামের মোসলেম আলীর ছেলে মোজাম্মেল হক, কৃষ্টপুর গ্রামের রহমত আলীর ছেলে নাজমুল হোসেন, মুহাড়াপাড়া গ্রামের তালেব উদ্দীনের ছেলে আজিজুর রহমান ও মৃত- নূর আলমের ছেলে জিসান হোসেন ও হেদায়েত উল্লার ছেলে ইউনুস আলী, ইউনুস আলীর ছেলে সুরুজ মিয়া এবং দক্ষিন বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাইয়ুম হোসেন।
হাকিমপুর থানার পুলিষ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই রঞ্জু, এএসআই মোহাম্মদ আলী, এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১২ জন আসামীকে আটক করা হয়। পরে ইউনুস আলী এবং সুরুজ মিয়ার নিকট থেকে ২০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরে মামলা দায়ের পূর্বক বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।