মেসেজিং এর জন্য হোয়াটসঅ্যাপে ব্যবহার সবচেয়ে জনপ্রিয়। হোয়াটসঅ্যাপে শুধু চ্যাট নয়, সবচেয়ে দরকারি কাজগুলোই বোধ হয় করা হয় এখানে। জরুরি ফাইল আদান-প্রদান, জরুরি মিটিং এমনকি চ্যানেলও চালান অনেকে। মাঝে মাঝে জরুরি কাজে স্ক্যান করে পিডিএফ ফাইল করে পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে।
তাই এখন হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার। যার মাধ্যমে জরুরি কাগজপত্র যাই হোক স্ক্যান করা যাবে এখান থেকেই। এই অ্যাপকে আরও বেশি জনপ্রিয় করে তোলাই মূল উদ্দেশ্য। এবার তারা আনতে চলেছে এক নয়া ফিচার। এই ফিচারের নাম ‘স্ক্যান ডকুমেন্ট’।
এই ফিচারের সাহায্যে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে। কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। তবে এই ফিচার এবার কেবল অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। কারণ কয়েক মাস আগেই আইওএস ইউজাররা এটি ব্যবহার করার সুযোগ পেয়েছেন।
অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা, যারা ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করেন তারা এর মধ্যেই চমকে গিয়েছেন ওই ফিচার পেয়ে। তবে পরবর্তী সময়ে আরও সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনো পরীক্ষামূলকভাবে ওই ফিচার মিলছে। অনেকেই জানাচ্ছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্সন ডাউনলোড করে তারা ওই ফিচার ব্যবহার করতে পারছেন।
‘অ্যাটাচমেন্ট’ মেনুতে রয়েছে ওই ‘স্ক্যান ডকুমেন্ট’ ফিচারটি। ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’র অপশন অবশ্য আগে থেকেই ছিল। এই নয়া ফিচারে ট্যাপ করলেই অ্যান্ড্রয়েড ডিভাইসে থাকা ক্যামেরা খুলে যাবে। আর সেখান থেকে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে।
এখানে দুইরকম অপশন রয়েছে। ম্যানুয়াল ও অটো। নাম থেকেই পরিষ্কার, প্রথমটির ক্ষেত্রে ইউজাররা নিজেদের ইচ্ছেমতো স্ন্যাপ নেওয়ার সময় বেছে নিতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় অপশনে হোয়াটসঅ্যাপই ডকুমেন্ট ঠিকঠাক চিহ্নিত করে নিজেই স্ক্যান করবে। ছবি তোলার পর দ্রুত সেই ইমেজ প্রসেস করে পিডিএফ ফরম্যাটও বানিয়ে দেবে সে নিজেই। ফলে দ্রুত কাউকে কোনো নথি পাঠাতে হলে সময় একেবারেই নষ্ট হবে না। অনায়াসেই শেয়ার করা যাবে।