নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক মেয়েদের ১০৫ রানে হারিয়েছেন বাংলাদেশ নারী ‘এ’ দল। এর আগে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৬ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন সাথী। ৭ চারে ৪০ বলে অর্ধশতকের ঘরে পৌঁছে রিটায়ার্ড আউট হন তিনি। এদিন দিলারা ফিরেছেন ৯ রানে, আরেক ব্যাটার সোবহানা রিটায়ার্ড আউট হয়েছেন ৩৯ রানের ইনিংস খেলে। পরবর্তীতে তাজ নাহার, রিতু মনি এবং ফাহিমা খাতুন ব্যাট হাতে ভালো করতে না পারলেও ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জ্যোতি। লঙ্কানদের হয়ে দুটি উইকেট পেয়েছেন মালকি।
জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা। দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটারদের ব্যর্থতায় ১৬.৪ ওভারেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা সাফল্য অধিনায়ক রাবেয়া খানের। ২.৪ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট শিকার করেছেন। এছাড়া দুটি করে উইকেট তুলে নিয়েছেন সুলতানা ও ফাহিমা খাতুন।
আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।