মাভাবিপ্রবি প্রতিনিধি:
গতকাল সোমবার (৩০জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। আর তার মধ্যেই প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্র ফরহাদ হোসেন।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়েরই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ফরহাদ হোসেন ।। প্রতিবছর ফরহাদ বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেও এবার প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে প্রশাসন ক্যাডারে প্রথম হলেন ফরহাদ হোসেন।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২১ সালের ৩০ নভেম্বর ১ হাজার ৭১০টি ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার প্রার্থী। এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় চার হাজার পরীক্ষার্থী। সর্বশেষে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।