১০০, ২০০ নয়- ৪০০ রান; তাও আবার ওয়ানডে ক্রিকেটে! দেশের ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেটে এমন ঘটনা কয়টা আছে- তাও গুনে দেখতে হবে। তবে অবিশ্বাস্য সেই রেকর্ডের দেখা মিলল বাংলাদেশের ক্রিকেটে। জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রান করে ইতিহাস গড়েছেন মুস্তাকিম হাওলাদার।
দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটে এমন রেকর্ড প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ।
সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। অন্যদিকে, ইতিহাসগড়া মুস্তাকিম খেলেছেন ১৭০ বল। বিনিময়ে ৫০ চার ও ২২টি ছক্কায় তিনি ৪০৪ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা দেশের যেকোনো পর্যায়ের ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ও প্রথম ৪০০ রানের ইনিংস।
মুস্তাকিম-সাদ পারভেজের ম্যারাথন দুটি ইনিংসই মূলত ক্যামব্রিয়ানের জয়ের পথ তৈরি করে দেয়। যার সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিস স্কুল। লক্ষ্য তাড়ায় দলীয় ফিফটিও পূর্ণ করতে পারেনি পুরান ঢাকার স্কুলটি। ১১.৪ ওভারেই তারা গুটিয়ে গেছে মাত্র ৩২ রানে।
এমনকি দলটির একাদশ ব্যাটার অপূর্ব বাড়ই (১০) ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি করা সাদ পারভেজ বল হাতেও নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া মাত্র ১১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন হাসান হৃদয়।