দীর্ঘ এক বছর পর স্টেজে উঠলেন অর্থহীন ব্যান্ডের দলনেতা ও বেজিস্ট বেজবাবা সুমন। সাত মাসের চিকিৎসা শেষে মঞ্চে উঠেছিলেন এ গায়ক-গিটারিস্ট। শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ তারকা। জানান, গত সাত মাসের বেশিরভাগ সময় দেশের বাইরে কেন ছিলেন তিনি!
মাইক্রোফোন হাতে এ বেজিস্ট বলেন, ‘গত ৭ মাসের বেশিরভাগ সময় আমি দেশে ছিলাম না। এ সময় অনেক কিছু ঘটে গেছে। বিপ্লব-গণঅভ্যুত্থান হয়েছে। নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। তবে এ সময়গুলোতে আমার হাসপাতালে শুয়ে কাটাতে হয়েছে। কারণ গত ৭ মাসে আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে। এখন বলা যায়, আপাতত সুস্থ। তাই ফেরা।’
নিজের দল অর্থহীন প্রসঙ্গে সম্প্রতি জানিয়েছিলেন, সুমন অসুস্থ থাকার কারণেই এ কয়েক মাসে কোনো কনসার্টে অংশ নেয়নি দলটি।
অন্যদিকে, কনসার্টে অর্থহীন ভক্তরা যেমন উচ্ছ্বসিত ছিলেন, তেমনি আরও একটি খবর তাঁদেরকে মন খারাপ করে দেয়। মঞ্চে একফাঁকে সুমন জানান যে, অসুস্থতার কারণে ব্যান্ডে থাকছেন না তাঁদের দীর্ঘদিনের গিটারিস্ট মহান ফাহিম।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে তাঁকে আবার চিকিৎসা নিতে হয়।
ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন। পরিবর্তন করতে হয়েছে তার মেরুদণ্ডের ডিস্ক। আর সার্জারির জন্য গত জুন মাসের ২৫ তারিখে ব্যাংককে গিয়েছিলেন এই গায়ক। সেখানে ৩ জুলাই এই গায়কের পায়ে দুটি সার্জারি হয়েছিল। এখন অবধি তার শরীরের ৩০টির বেশি অস্ত্রোপচার হয়েছে।