চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে আর্সেনাল। এ জয়ে আসরের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আর্তেতার শিষ্যরা।
মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে আর্সেনাল। যেখানে জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লেয়ান্দ্রো ত্রোসার ও রিকার্দো কালাফিওরি একবার করে জালের দেখা পেয়েছেন। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং।
এদিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল।