নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বারদীর নুনেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র বালু ও মালবাহী নৌযান থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। ঘটনাদিন সকালে তারা ‘এসবি জয়নব বৃষ্টি পরিবহন’ নামের একটি বাল্কহেডে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর ও কুপিয়ে আহত করা হয়।
খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌ পুলিশ যৌথ অভিযান চালালে চাঁদাবাজরা টেটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুরসহ তিন পুলিশ আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বারেকের ছেলে রানা ও সাজ্জাদকে গ্রেফতার করে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে কনস্টেবল সোহাগ ও শ্রমিক জাকারিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৈদ্যেরবাজার নৌ পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র মেঘনা নদীতে চাঁদাবাজি করে আসছে। ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”