বলিউড তারকা সুনীল শেঠি এবার নেমেছেন নিজের সম্মান ও ভাবমূর্তি রক্ষার লড়াইয়ে।তার অভিযোগ, বেশ কিছু ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার ছবি বিকৃত করে এবং ভুল উদ্দেশ্যে ব্যবহার করছে।
বোম্বে হাই কোর্টে দায়ের করা আবেদনে সুনীল জানান, তার অনুমতি ছাড়াই অনেক প্রতিষ্ঠান তার ছবি ব্যবহার করে ব্যবসায়িক কাজে,কেউ করছে জুয়ার বিজ্ঞাপনে, কেউ আবার বহুতল নির্মাণের প্রচারে।
তার আইনজীবী বীরেন্দ্র সরাফ আদালতে বলেন, “সুনীল ও তার নাতির ভুয়া ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে। এমনকি কেউ কেউ তার জনপ্রিয়তা ব্যবহার করে অর্থও রোজগার করছে।”
বিচারপতি আরিফ ডক্টর শুক্রবার বিষয়টি শুনানি করেছেন এবং অবিলম্বে জরুরি পদক্ষেপের আবেদন গ্রহণ করেছেন।
উল্লেখ্য, এর আগে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনও একই ধরনের প্রতারণার শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তাদের ক্ষেত্রেও আদালত রায় দেয়,অনুমতি ছাড়া কোনো ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম তাদের ছবি ব্যবহার করতে পারবে না।