হানিয়া আমিরের পর এবার বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্টোরিতে তিনি লিখেছেন, “হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে,” সঙ্গে যোগ করেছেন দেশের পতাকার ইমোজি।
তবে কবে, কোথায় এবং কী কারণে তিনি বাংলাদেশে আসবেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি অভিনেতা।
আহাদ রাজা মীর বাংলাদেশের দর্শকদের কাছে বিশেষ পরিচিত তার অভিনীত জনপ্রিয় পাকিস্তানি টিভি সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ এবং ‘ইয়াকীন কা সফর’-এর জন্য। এছাড়াও তিনি ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ‘মীম সে মহব্বত’ এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’-এ অভিনয় করেছেন।
অভিনয় ছাড়াও আহাদ আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং নেটফ্লিক্সের ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনে অভিনয় করেছেন। ২০১০ সালে ১৭ বছর বয়সে হাম টিভির রোমান্টিক ড্রামা ‘খামোশিয়ান’-এ ছোট চরিত্রে অভিনয় দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়।
এদিকে বাংলাদেশে তার আগমনের সংবাদে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, যারা তাকে সরাসরি দেখা এবং সাক্ষাৎ করার অপেক্ষায় আছেন।