নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। শুক্রবার (৪ অক্টোবর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে গানাররা।
এ জয়ে ৭ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ১৬ পয়েন্ট, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে আছে ওয়েস্ট হ্যাম।
এই ম্যাচটি ছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচ। বিশেষ এই উপলক্ষে তার দল উপহার দিল এক স্মরণীয় জয়। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ডেকলান রাইস, আর পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন বুকায়ো সাকা।
প্রথমার্ধের ৩৮ মিনিটে মার্টিন জুবিমেন্দির নিখুঁত পাসে ডানদিক দিয়ে এগিয়ে গিয়ে রাইস জোরালো শটে জালের দেখা পান। গোলের পর সাবেক সতীর্থদের দিকে তাকিয়ে সংযত উদযাপন করেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে এল হাজি মালিক দিওফের ফাউলে রেফারি পেনাল্টি দেন। স্পট কিক থেকে গোল করেন সাকা। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।
তবে কিছু দুশ্চিন্তাও আছে আর্তেতার জন্য। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ইনজুরিতে ২৯ মিনিটেই মাঠ ছাড়েন। অন্যদিকে নতুন সাইনিং ভিক্টর গিয়োকেরেসের গোলখরা টানা ছয় ম্যাচে গড়িয়েছে।
অন্যদিকে ওয়েস্ট হ্যাম কোচ নুনো এসপিরিতো সান্তোর অবস্থাও এখন টলমলে। দলটি টানা পাঁচ ম্যাচে হেরে নেমে গেছে অবনমন অঞ্চলে।
শেষ পর্যন্ত রাইস ও সাকার গোলেই জয়ের হাসি ফুটেছে এমিরেটসে। মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচটি তাই হয়ে রইল তার কোচিং ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায়।