এক যুগ আগে ভালোবাসার রঙ সিনেমার মাধ্যমে ঢালিউডে একসঙ্গে অভিষেক হয়েছিল বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির। সফল সেই ছবির পর একাধিক সিনেমায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন তারা। তবে দীর্ঘ ১০ বছর পর আবারও এক ফ্রেমে ধরা দিলেন এই জনপ্রিয় জুটি।
বুধবার সকালে নিজের ফেসবুকে বাপ্পির সঙ্গে একটি ছবি শেয়ার করেন মাহিয়া মাহি। ক্যাপশনে লিখেন—“১০ বছর পর বন্ধুর সঙ্গে।” পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, কেউ কেউ জানিয়েছেন এই জুটিকে পর্দায় মিস করছেন।
যদিও সর্বশেষ ২০১৮ সালে পলকে পলকে তোমাকে চাই সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। বর্তমানে দুজনই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই আড্ডার ফাঁকে তোলা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, রাজনীতিতে যোগ দেওয়ার পর চলচ্চিত্র থেকে দূরে সরে যান মাহি। অন্যদিকে অনেক দিন ধরেই পর্দায় নেই বাপ্পি। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি জানিয়েছেন, ঢালিউড তাকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি।