বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ মুখোমুখি হচ্ছে হংকং জাতীয় ফুটবল দল–এর, এএফসি এশিয়ান কাপ বাছাই ২০২৭–এর তৃতীয় রাউন্ডের এক গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ম্যাচে ফুটবলপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে, কারণ বাছাইয়ে গ্রুপ ‘সি’তে প্রথম জয়ের স্বপ্ন দেখছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল; ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় শুরু হবে এই লড়াই, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ম্যাচটিকে ঘিরে বাড়ছে উত্তেজনা। ইংল্যান্ডের Leicester City F.C.–এর মিডফিল্ডার হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের ভরসার জায়গা। তবে পরিসংখ্যান হংকংয়ের পক্ষে—দুই দলের চার দেখায় কখনো জিততে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়েও বাংলাদেশ (১৮৪) থেকে অনেক এগিয়ে হংকং (১৪৬)।
তবুও জয়ের বিশ্বাস অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে স্পষ্ট। তিনি বলেছেন, “ঘরের মাঠে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”
দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কৌশলে হামজাকে আজ রক্ষণ ও মধ্যমাঠে দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে। চোটে থাকা তপু বর্মণ খেলতে না পারলে রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হবে তাকে।এদিকে প্রতিপক্ষ কোচ অ্যাশলে ওয়েস্ট উড কৌশলী মন্তব্য করে বলেন, “আমার দলে হামজা থাকলে সে বেঞ্চে থাকত।”
আক্রমণে নজর থাকবে শমিত সোম, ফাহমিদুল, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনদের ওপর। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে মিলতে পারে ঐতিহাসিক জয়—যে জয়ে বাঁচতে পারে বাংলাদেশের পরের রাউন্ডের স্বপ্ন এবং কোচ ক্যাবরেরার চাকরিও।