বলিউডের নবাব সাইফ আলি খান মানেই রুচিশীলতা আর স্পষ্টভাষিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত জীবনের মানুষ যেমন বউ বা প্রেমিকার সঙ্গে সিনেমায় কাজ করা মোটেই ভালো সিদ্ধান্ত নয়।
সাইফের ভাষায়, “যখন সহ-অভিনেত্রী একজন প্রতিযোগিতামূলক কেউ হন, তখন অভিনয়টা আরও ভালো হয়। কিন্তু স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করলে সেই সুস্থ প্রতিযোগিতা হারিয়ে যায়।”
তিনি মনে করেন, পেশার গতি ও মান বজায় রাখতে ব্যক্তিগত সম্পর্ককে সেটের বাইরে রাখাই বুদ্ধিমানের কাজ।
কারিনা কাপুরের সঙ্গে সাইফ একাধিক ছবিতে কাজ করেছেন যেমন এলওসি কার্গিল (২০০৩), ওমকারা (২০০৬), তাশান (২০০৮), কুরবান (২০০৯) এবং এজেন্ট বিনোদ (২০১২)। কিন্তু প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তিনি কখনও কোনো ছবিতে কাজ করেননি।
একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সাইফের মন্তব্য, “আমাদের একসঙ্গে থাকা যথেষ্ট। কাজটা যদি অন্য কারও সঙ্গে হয়, তাতে পরিবেশটা আরও পেশাদার থাকে।”
এর আগেও তিনি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, “কারিনার সঙ্গে আবার কাজ করব, তবে সেটা হতে হবে খুবই বিশেষ কোনো প্রজেক্ট। নইলে ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রাখা কঠিন।”
✨ সোজা কথায়, নবাব সাইফের মতে, ভালো অভিনয়ের জন্য ভালো স্ক্রিপ্টই যথেষ্ট, ভালোবাসা নয়।