নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক ওড়না পেঁচিয়ে স্বামী–স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন সাব্বির হোসেন (২৩) ও তার স্ত্রী সিনথিয়া আক্তার। সাব্বির পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর সাব্বির হোসেনের সঙ্গে বিয়ে হয় সিনথিয়ার। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জের ধরেই শুক্রবার রাতে তারা আত্মহত্যা করেন।
খবর পেয়ে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত দম্পতির তিন বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে—সাফরান হাসান নূর।
নিহত সাব্বিরের বড় বোন নূপুর আক্তার বলেন, “শুক্রবার রাতে সাব্বির আমার বাসায় গিয়েছিল। খেয়ে চলে আসে। পরে হঠাৎ আত্মহত্যার খবর পাই। ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েত বসে তাদের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর আর তেমন কোনো সমস্যা ছিল না।”
অন্যদিকে, নিহত সিনথিয়ার মা শাহের বানু বলেন, “রাতে খবর পেয়ে এসে মনে হয়েছে ঘটনাটি রহস্যজনক। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে আসল কারণ বের হয়ে আসবে।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।