ছেলে-মেয়ে সবাই দেশে—এমন বাস্তবতার কথা জানিয়ে বিদেশে গিয়ে “সেফ এক্সিট” নেওয়ার গুঞ্জনকে পরোক্ষভাবে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২ অক্টোবর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি একা বিদেশে গিয়ে কি করবো?”
উপদেষ্টারা নাকি “সেফ এক্সিট” খুঁজছেন—এমন প্রসঙ্গ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “কে কি চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারাও তো অনেক প্রশ্ন করেন—এই বোন একটা প্রশ্ন করবেন, ওই বোন আরেকটা করবেন, এই ভাই আরেকটা প্রশ্ন করবেন।”
সাংবাদিকরা যখন সরাসরি জানতে চান—তিনি নিজে সেফ এক্সিট চান কি না, জাহাঙ্গীর আলম চৌধুরী জবাব দেন, “আমার ছেলে-মেয়ে সবাই দেশে। আমি একা বিদেশে গিয়ে কি করবো।”
এর আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, “উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথাই ভাবছেন।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই ইস্যুতে ইতোমধ্যে অন্য উপদেষ্টারাও মতামত দিয়েছেন। ৯ অক্টোবর ফেসবুক পোস্টে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান লেখেন, “বাহাত্তরোর্ধ্ব বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, সেটা আমার জন্য গভীর দুঃখের বিষয় হবে।”
সাম্প্রতিক এই ইস্যু ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। উপদেষ্টাদের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখন নজর রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীদের দিকেও।