পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষের পর আজ রোববার আফগানিস্তানের সঙ্গে সব সীমান্তপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্তচৌকিগুলোর দিকে গুলি চালায়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পাল্টা জবাবে গোলাবর্ষণ ও ভারী অস্ত্র ব্যবহার করেছে। এতে আফগান সীমান্তের কয়েকটি চৌকি ধ্বংস হয়েছে বলে দাবি ইসলামাবাদের।
আজ সকালে সংঘর্ষ কিছুটা থেমে গেলেও পাকিস্তানের কুররম এলাকায় থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রধান দুই সীমান্তপথ তোরখাম ও চামান এবং ছোট তিনটি পারাপারপথ খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান—আজ বন্ধ করে দেওয়া হয়েছে।
সীমান্ত বন্ধের বিষয়ে কাবুল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সামরিক অভিযান শনিবার মধ্যরাতে শেষ হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের কোনো অংশেই বর্তমানে নিরাপত্তাহুমকি নেই।
স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, তালেবান প্রশাসন পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা ভারতের সহায়তায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।