এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ব্যাটিং দিগ্গজরাও যেখানে পৌঁছাতে পারেননি, সেখানে নতুন উচ্চতায় পৌঁছেছেন বাবর।
লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি এই কীর্তি থেকে। ম্যাচের সপ্তম বলে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামিকে বাউন্ডারি মেরে মাইলফলকে পৌঁছান বাবর আজম। এ সময় তিনি ২৩ রানে অপরাজিত ছিলেন।
এই ইনিংসের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের মোট রান দাঁড়িয়েছে ৩০২১, ৩৭ ম্যাচে। টেস্ট থেকে অবসর নেওয়ায় রোহিত শর্মা (২৭১৬) ও বিরাট কোহলি (২৬১৭) আর এই মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন না। এখনো সক্রিয় এশীয় ব্যাটারদের মধ্যে বাবরের পরেই আছেন ভারতের শুবমান গিল (২৮২৬) ও ঋষভ পন্ত (২৭৩১)।
তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবরের আগে ৭ জন ব্যাটার ৩ হাজার রান অতিক্রম করেছেন। তাদের মধ্যে সবার শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট (৬০৮০)। এরপর অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৪২৭৮), মারনাস লাবুশানে (৪২২৫), বেন স্টোকস (৩৬১৬), ট্রাভিস হেড (৩৩০০), উসমান খাজা (৩২৮৮) ও জ্যাক ক্রলি (৩০৪১)।
এই অর্জনের মাধ্যমে বাবর আজম আবারও প্রমাণ করলেন, আধুনিক ক্রিকেটে তিন ফরম্যাটেই তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন।