ভারতের ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘লাপাতা লেডিস’। শনিবার রাতে আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় অনুষ্ঠিত ঝকঝকে এই আয়োজনে বলিউড তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল উৎসবের আবহ।
দারুণ কাহিনি, নিখুঁত নির্মাণ আর অসাধারণ অভিনয়ের জন্য ‘লাপাতা লেডিস’ জিতেছে সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার। এ যেন এবারের ফিল্মফেয়ারের ইতিহাসে এক নতুন অধ্যায়।
ছবিটির নির্মাতা কিরণ রাও জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা সংলাপ (স্নেহা দেশাই), সেরা চিত্রনাট্য (স্নেহা দেশাই), সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর (রাম সম্পাত), সেরা পোশাক (দর্শন জালান), সেরা মিউজিক অ্যালবাম (রাম সম্পাত), সেরা লিরিকস (প্রশান্ত পাণ্ডে) এবং সেরা গায়ক (অরিজিৎ সিং) সব মিলিয়ে ছবিটি ঝুলিতে তুলেছে এক ডজনেরও বেশি পুরস্কার।
অভিনয় বিভাগেও বাজিমাত করেছে ‘লাপাতা লেডিস’। সমালোচক পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন প্রতিভা রান্তা, সেরা পার্শ্ব অভিনেত্রী ছায়া কদম, আর সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন রবি কিষাণ। এছাড়া সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিতাংশী গোয়েল।
সমালোচক ও দর্শক দু’পক্ষের কাছ থেকেই প্রশংসিত এই সিনেমা এবার ফিল্মফেয়ারে ইতিহাস গড়ল, বলিউডে ফিরিয়ে আনল গল্পনির্ভর সিনেমার জয়গান।