এবার নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার ‘লাউড এন্ড ক্লিয়ার’ দাবী জানালেন জেলার সোনাইমুড়ির সন্তান নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। নাটকপ্রেমীদের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের ‘কাবিলা’ চরিত্রে পরিচিত এই অভিনেতা সামাজিক মাধ্যমে সরব হয়ে এই দাবি তুলেছেন ।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নোয়াখালী বিভাগ বানানোর দাবী তুলে পলাশ লিখেছেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ পলাশের ফেসবুকে এমন সরব অবস্থান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তার ভক্ত ও নোয়াখালীবাসী পোস্টটির নিচে মন্তব্য করে ব্যাপক সমর্থন জানান। তবে অনেকে এই পোস্টটি ‘ফান’ মনে হলেও পলাশ চ্যানেল আই অনলাইনকে জানালেন, ফান নয়, তিনি সিরিয়াসলি এই দাবী জানিয়েছেন।
পলাশ বলেন, আমি সিরিয়াসলি চাই, নোয়াখালী বিভাগ হোক। কারণ, বৃহত্তর নোয়াখালী একটা আলাদা ঐতিহ্য রয়েছে। একটি বিভাগ হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া (বৈশিষ্ট্য) দরকার, সবকিছুই নোয়াখালীর মধ্যে আছে। নোয়াখালী বিভাগ হওয়া সমস্ত নোয়াখালী বাসীর কাছে এখন সময়ের দাবী। আমি নোয়াখালীর সন্তান হিসেবে দেখে আসছি, এই দাবিটা অনেকদিন থেকে হয়ে আসছে।
দেশের উর্ধতন পর্যায়ে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে নোয়াখালীকে বিভাগ বানানোর দাবী তুলেছেন পলাশ। কেন নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য জানতে চাইলে পলাশ বলেন, “অনেকে হয়তো জানে না, নোয়াখালীর একটি বিশাল জায়গা আছে এয়ারপোর্টের জন্য। দেশের ব্যবসা ও শিল্প প্রসারে নোয়াখালী অন্যতম ঘাঁটি।”
তিনি বলেন,”আমি মনে করি, যখন বিভাগ হবে ব্যবসা বাণিজ্যের প্রসার থেকে শুরু করে যে কোনো ভালো কিছু বি-কেন্দ্রীয়করণ হবে এবং আশাপাশের জেলাগুলোর উন্নয়ন সম্প্রসারিত হবে। এসবের পাশাপাশি সবাই অনেক বেশি প্রশাসনিক সুবিধা পাবে।”