রাতে হঠাৎ ঢাকায় বেড়ে গেছে মার্কিন দূতাবাসের নিরাপত্তা। সোমবার গভীর রাতে হঠাৎ করেই দূতাবাসটিকে ঘিরে মোতায়েন করা হয় পুলিশের বিশেষায়িত সোয়াট টিম, সিটিটিসি ইউনিট, বোম্ব ডিসপোজাল টিম ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য। পুরো এলাকা তখন একেবারে নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাত আড়াইটার দিকে পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসে দায়িত্ব নেন পরিস্থিতি সামাল দেওয়ার। কর্মকর্তারা বলছেন, এটা নিয়মিত নিরাপত্তা জোরদারের অংশ হলেও এবার তা কিছুটা ব্যতিক্রম ছিল।
তবে গোয়েন্দা সূত্র বলছে, দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী। ইতোমধ্যে সন্দেহভাজন তিনজন বাংলাদেশির নামপরিচয় ও ছবি দূতাবাস কর্তৃপক্ষের হাতে এসেছে। এ তথ্য পাওয়ার পরই নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানানো হয় ডিএমপিকে।
এরপরই সোয়াট টিম, সিটিটিসি ইউনিট এবং পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা একযোগে দূতাবাস ও আশপাশের এলাকায় মোতায়েন হন। রাত ৯টার পর থেকেই চলে নিরাপত্তা জোরদারের এই বিশেষ অভিযান। পুরো এলাকায় এখন চূড়ান্ত সতর্কাবস্থা।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনে এই নিরাপত্তা ব্যবস্থা আরও দীর্ঘায়িত করা হবে।