যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মৃত্যু-পরবর্তী জীবন ও স্বর্গ প্রসঙ্গে নিজের ভাবনা জানিয়েছেন। স্বীকার করেছেন, হয়তো তিনি স্বর্গে যাওয়ার যোগ্য নন। ইসরায়েল সফরের পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, সাম্প্রতিক সময়ে তিনি স্বর্গ নিয়ে যে মন্তব্য করেছেন, সেটি আদৌ কতটা গুরুত্বের সঙ্গে বলা হয়েছিল। জবাবে ট্রাম্প হাসতে হাসতেই বলেন, “আমি একটু মজা করছিলাম। সত্যি বলতে আমি এমন কিছু করিনি, যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।”
তিনি আরও যোগ করেন, “আমরা এখন এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ! নিশ্চিত না আমি স্বর্গে যেতে পারব কি না, তবে আমি জানি আমি অনেক মানুষের জীবন ভালো করেছি।”
এরপর ট্রাম্প অভিযোগ করে বলেন, “২০২০ সালের নির্বাচন কারচুপি না হলে জো বাইডেনের পরিবর্তে আমি হোয়াইট হাউসে থাকতাম। আমি থাকলে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারত না। আগের প্রশাসনের অযোগ্যতার কারণেই আজ লাখো মানুষের মৃত্যু হয়েছে, ইসরায়েল ইস্যুও জটিল হয়েছে।”
ট্রাম্পের স্বর্গ-নিয়ে চিন্তা শুরু গত আগস্টে। সে সময় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “যদি আমি প্রতি সপ্তাহে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারি, তবে হয়তো স্বর্গে যেতে পারব। কিন্তু শুনছি, আমি নাকি তালিকার একদম নিচে আছি।”
এই বক্তব্যের পর তার প্রচার টিম তহবিল সংগ্রহের একটি ই-মেইল পাঠায়, যেখানে লেখা ছিল, “আমি স্বর্গে যাওয়ার চেষ্টা করতে চাই।”
এখানে তিনি স্মরণ করেন গত বছর আততায়ী হামলার সেই মুহূর্তের কথা—যেখানে তিনি মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। তার ভাষায়, “ঈশ্বরের কৃপায় আমি বেঁচে আছি। আমেরিকাকে আবার মহান করার জন্যই হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন।”
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই প্রসঙ্গে বলেন, “আমি মনে করি প্রেসিডেন্ট সিরিয়াস ছিলেন। তিনি সত্যিই স্বর্গে যেতে চান—যেমনটা আমরা সবাই চাই।”