ইটালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা–ফাও সদরদফতরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের এক বৈঠকে মুখোমুখি বসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদ। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ, আঞ্চলিক ভূরাজনীতি এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জিবুতির প্রধানমন্ত্রী বলেন, ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল তাদের দেশে সুপরিচিত। তাই তারা জিবুতিতে এই মডেল চালু করতে চান। এসময় তিনি ইউনূসকে জিবুতিতে সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “আপনার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের জন্য অমূল্য হবে।”
প্রতিক্রিয়ায় ইউনূস জিবুতির আগ্রহকে স্বাগত জানিয়ে প্রস্তাব করেন, দেশটি একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও প্রশিক্ষণ নিতে পারে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সারা বছর প্রশিক্ষণ দিয়ে থাকে। জিবুতির কর্মকর্তারা চাইলে সেই অভিজ্ঞতা নিতে পারেন।
বৈঠকে ইউনূস জিবুতির সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, জিবুতি বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ প্রতিযোগিতামূলক দামে আমদানি করতে পারে। এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
এ ছাড়া দুই নেতা রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান, আফ্রিকার হর্ন অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা ইস্যুতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।