বিশ্বজুড়ে দ্রুত ইন্টারনেট সেবায় বিপ্লব ঘটালেও মহাকাশে এখন বড় সংকটের আশঙ্কা তৈরি করছে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক। প্রতিদিনই বাড়ছে পৃথিবীতে স্যাটেলাইট পতনের ঘটনা, যা বিজ্ঞানীদের মনে জাগাচ্ছে “মহাকাশ আবর্জনার চেইন রিঅ্যাকশন”-এর ভয়।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আকাশে ঘুরছে প্রায় ৮ হাজার স্টারলিংক স্যাটেলাইট। আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩০ হাজারে। এতে মহাকাশে ধ্বংসাবশেষের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়বে—যা একের পর এক সংঘর্ষের জন্ম দিতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা গেলে ‘কেসলার সিনড্রোম’-এর মতো ভয়াবহ সংকটে পড়তে পারে পৃথিবী, যা ভবিষ্যতের স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
এর সঙ্গে যুক্ত হয়েছে সূর্যের তীব্র সক্রিয়তা, যা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে স্যাটেলাইটগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। ফলে প্রতিদিন আরও বেশি স্যাটেলাইট পতনের ঘটনা ঘটছে।
বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে ক্রমবর্ধমান ভিড় আগামী দশকের সবচেয়ে বড় প্রযুক্তিগত ও নীতিনির্ধারণী চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।