বাসে সিট না পেয়ে চালকের পাশে বসে সাড়া ফেলেছেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের বাসে গাজীপুর চৌরাস্তা থেকে উঠেছিলেন তিনি। সিট না পেয়ে নির্দ্বিধায় বসে পড়েন চালকের পাশের ছোট জায়গায়।
বাসের যাত্রীরা সিট ছেড়ে দিলেও তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে থাকেন। এই সাধারণ ও বিনয়ী আচরণ মুগ্ধ করে সবাইকে।
বাসে থাকা এক যাত্রী ফেসবুকে বিষয়টি জানালে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর।
অনেকে লিখেছেন—এটাই একজন প্রকৃত তারকার পরিচয়। সমাজে আলোর দিশা দেখান এমন মানুষরাই।