ভারতের রাজস্থানের জয়সলমেরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমের থেকে যাত্রা শুরু করে। পরে জয়সলমের-জোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখে চালক দ্রুত বাসটি থামান। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেক যাত্রী বাস থেকে বের হওয়ার সুযোগই পাননি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি মাত্র পাঁচ দিন আগেই কেনা হয়েছিল।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত চিকিৎসা দিতে বিশেষ করিডোর তৈরি করে আটটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
জেলা প্রশাসক জানিয়েছেন, যোধপুর থেকে ডিএনএ ও ফরেনসিক টিম এসে পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করার পর মৃতদেহ হস্তান্তর করা হবে।