মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু ব্যারিকেড ভেঙে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষকরা।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এই দাবি থেকে আমরা একচুলও নড়ব না। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
গতকাল এক বিবৃতিতে আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। আজ সেই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসে যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।